ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: উচ্চ শিক্ষার জন্য লন্ডনে এসে মাত্র ৩ মাসের মাথায় মারাত্মক হামলার শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক সিলেটি স্টুডেন্ট ইয়ামিন আহমেদ। গুরুতর আহত ইয়ামীন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা।
ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় ফুড ডেলিভারিতে কর্মরত ইয়ামিন আহমেদ নামের এই স্টুডেন্টের উপর হামলা চালায় একদল বখাটে।
তার পরিবার সুত্রে জানা যায়, বাংলাদেশী অধ্যুষিত ইস্ট লন্ডনের গ্লোব রোডে ফুড ডেলিভারী করতে গিয়ে একদল বখাটের হামলার শিকার হন ইয়ামীন। বর্তমানে রয়েল লন্ডন হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ইয়ামীন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
ডাক্তাররা জানিয়েছেন মাথায় আঘাতপ্রাপ্ত ইয়ামিনের ব্রেইন ডেমেজ হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তবে তার উপর কেন এই হামলা তা এখনো জানা যায়নি।
অপরদিকে ইয়ামীনের সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া কামনা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech