জগন্নাথপুরে জাতীয় শোক দিবসের সভা

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

জগন্নাথপুরে জাতীয় শোক দিবসের সভা

জগন্নাথপুর প্রতিনিধি :::::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শুক্রবার স্থানীয় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পাটলি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবাব মিয়া, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শাহ আবদুল কাহার রাসেল, যুক্তরাজ্যের ক্যামব্রিজ আওয়ামীলীগ নেতা ফয়সল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ফারুক মিয়া।
বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সদস্য নোমান শাহ কেনান, পাটলি যুব সংঘের সভাপতি শাহ আবু বক্কর সুমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ্বাজ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শেখ শাহাজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তাদির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ার আহমদ, ছাত্রলীগ নেতা নাদিম শাহ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফারজান রাজা প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রনেতা মুহিবুর রহমান। সভায় শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর