ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদন :::
মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় এক সন্তানের জননী তুষ্টি রানী পাল (২৩) নামের এক হিন্দু নারীকে আটক করে পুলিশ। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের পালপাড়া এলাকার মৃৃত দিলীপ পালের স্ত্রী।
রোববার (১৮ আগস্ট) রাত ১০টায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে স্থানীয় জনতা। এসময় তার প্রেমিক শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা সংগ্রাম পালের (২৭) বন্ধুকেও আটক করা হয়। আর প্রেমিক পালিয়ে যান।
পরে স্থানীয়রা বিষয়টি মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী ও কমলগঞ্জ সদর ইউপি সদস্য মোহাম্মদ সুরমান আলীকে অবহিত করেন। আর মো. আসিদ আলী ও ইউপি সদস্য সুরমান আলী রাত ১১ টায় সরেজমিনে গিয়ে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পবরর্তীতে গৃহবধূসহ প্রেমিকের বন্ধুকে থানায় নিয়ে যায় কমলগঞ্জ থানা পুলিশ।
তুষ্টি রানীর পাল বলেন, বিয়ের পূর্ব থেকেই মাসিতা ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমার বিয়ের পর প্রেমের সম্পর্ক আরও গভীর হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী স্বামী দুলন পাল দুলু ভানুগাছ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলে মাসিতো ভাইয়ে পরিচয়ে প্রেমিক সংগ্রাম তুষ্টির বাড়ি আসে। নির্জন একা বাড়িতে স্বামীর অজান্তেই চলে অনৈতিক সকল কর্মকাণ্ড। প্রায় দুই বছর ধরে চলে তাদের এই অনৈতিক প্রেম।
কমলগঞ্জ থানার এস আই চম্পক ধাম বলেন, গৃহবধূ ও প্রেমিকের বন্ধু থানায় রয়েছেন। তাদের অভিভাবক থানায় আসার জন্য বলা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
প্রসঙ্গত, দুলন পালের প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা গেলে এক সন্তানের জনক দুলন পাল দুলু তুষ্টি রানী পালকে বিয়ে করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech