দিরাইয়ে সনাতনী শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

দিরাইয়ে সনাতনী শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতন

বিজয়ের কন্ঠ ডেস্ক ::
উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনাতনী সহকারী শিক্ষক অনুরুদ্ধ দাস এর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী কে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ছাত্রীর চাচা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন , শিক্ষক অুনরুদ্ধ দাস কিছু দিন ধরে আমার ভাতিজি কে বিরক্ত করে আসছে, গত ১৫আগস্ট শোক দিবসের অনুষ্ঠানের দিন আমার ভাতিজি কে অন্যান্য ছাত্রীদের কাছ থেকে আলাদা করে একটি পৃথক রুমে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এ শিক্ষক। সে দিনের অনুষ্ঠান থেকে আসার পর থেকে আমার ভাতিজি আর স্কুলে যাবে না বলে সবাইকে জানিয়ে দেয়। আর ওই শিক্ষককে সার্বিক সহযোগিতা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ দাস।
তিনি আরও জানান এ শিক্ষক তার অপকমের জন্য এর আগে বিভাগীয় তদন্তে শাস্তিভোগ করেছেন। আমি গ্রাম্য বিচার না পেয়ে আজ আইনি বিচারের আবেদন করলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর