হবিগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

হবিগঞ্জে জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ওই গ্রামের দিদার মিয়ার পুত্র কামাল মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত ইউসুব মিয়ার পুত্র লাল মিয়ার।

এরই জেরধরে উভয় পক্ষের লোকজনদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

সংঘর্ষে আহতদের মধ্যে রুবেল মিয়া, জামাল মিয়া, লাল মিয়া, রুহেল মিয়া, সরুফা বেগম, কামাল মিয়া, রাহিম মিয়া কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ ২৪ খবর