সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ, সম্পাদক মহিম

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ, সম্পাদক মহিম

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে পঙ্কজ কান্তি দে (সমকাল/এটিএন বাংলা) ও সাধারণ সম্পাদক পদে একে এম মহিম (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।

কেবল এ দুৃটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচচিত হন।

এতে সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী ও শামস শামীম, সহ-সাধারণ সম্পাদক পদে বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ পদে এ আর জুয়েল, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, সমাজকল্যান সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান তারেক, তথ্য প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর নির্বাচিত হন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সৈয়দ তাহের আহমদ মনসুর, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, লতিফুর রহমান রাজু, খলিল রহমান, একরামুল হক চৌধুরী ও শাহজাহান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার সৈয়দ তাহের আহমদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর