হবিগঞ্জে গাড়ি চাপায় নারী নিহত

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

হবিগঞ্জে গাড়ি চাপায় নারী নিহত

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়ির নিচে চাপা পড়ে সাবেত্রী সরকার (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।

সে উপজেলার সম্ভুর গ্রামের অভিমন্ডল সরকারের স্ত্রী।

রোববার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নছরপুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী হায়েস গাড়ি ওই এলাকায় পৌছলে রাস্তার পাশে থাকা এক নারীকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।  পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করা হয়।

সর্বশেষ ২৪ খবর