ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ধর্মঘর বাজারে মো. নূরুল ইসলামের চায়ের দোকান থেকে ২১০ পিস ইয়াবা ও নগদ-১ হাজার ৮৫ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. জামাল মিয়া(৪৮), পিতা- মৃত মন্নর আলী, সাং- মনহরপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সর্বশেষ ২৪ খবর