বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত

আমির উদ্দিন, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া’র এক সাধারণ সভা গত রবিবার প্রেসক্লাবের সভাপতি মনির বিন আমজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভায় খুব শীগ্রই সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০১৯ – ২০২১) সংগঠনে জবাবদিহিতা, গঠনমূলক, গতিশীল ও সাংবাদিক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ। এসময় বিগত ২ বছরের সফলতা ও ব্যর্থতা তুলে ধরেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির।সংগঠনের বিশদ আলোচনা পর্বে প্রেক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম’র এক প্রশ্নের জবাবে প্রেসক্লাবের সভাপতি মনির-বিন-আমজাদ বলেন: বিগত দিনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে দেশ তথা প্রবাসীদের স্বার্থে।এসময় উপস্থিত ছিলেন; সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারজানা, সদস্য আলাউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আলি, সেকান্দার আলী ও মনির হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০১৯-২০২১) সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংবাদিক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনের নতুন কমিটি ঘোষণা হবে বলে জানান প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর