ফেন্সিডিল পাচারকালে স্কুল ছাত্রসহ মাধবপুরে আটক ২

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

ফেন্সিডিল পাচারকালে স্কুল ছাত্রসহ মাধবপুরে আটক ২

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া বাগান এলাকা থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল পাচারকালে স্কুল ছাত্রসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ৫৫ বিজিবি’র তেলিয়াপাড়া বিওপির হাবিলদার গোলাম আম্বিয়াসহ একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ভেতর অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে মোটর সাইকেলসহ মাধবপুর উপজেলার সুরমা মোহজিল এলাকার শ্রীধাম পান তাঁতির ছেলে বিপ্লব পান তাঁতি (২৫) এবং তেলিয়াপাড়া চা বাগানের পার্থ পান তাঁতির ছেলে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র দীপক পান তাঁতি (১৩) কে আটক করা হয়।

লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

সর্বশেষ ২৪ খবর