হবিগঞ্জে ৫ দিনে উচ্ছেদ আড়াই শতাধিক অবৈধ স্থাপনা

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

হবিগঞ্জে ৫ দিনে উচ্ছেদ আড়াই শতাধিক অবৈধ স্থাপনা

হবিগঞ্জ সংবাদদাতা :::
অব্যাহত আছে হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী উদ্ধার কার্যক্রম। এক্সকেভেটর মেশিন দ্বারা গত ৫ দিনে প্রায় আড়াইশ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। এর মাঝে সরকারীভাবে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে শতাধিক এবং ব্যক্তি উদ্যোগে দেড় শতাধিক স্থাপনা ভাঙ্গা হয়েছে। শনিবার সারাদিন শহরের জেলা পরিষদ থেকে শায়েস্তানগর এলাকায় চলে এই উচ্ছেদ।
উচ্ছেদ অভিযানে শনিবার নেতৃত্বদানকারী রেভিনিউ ডেপুটি কালেক্টর ইয়াসিন আরাফাত রানা জানান, সোমবার শুরু হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ৪দিন এবং শুক্রবার বন্ধ থাকার পর শনিবার মিলে ৫ দিনে আড়াইশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। আশা করা যায় আরও এক সপ্তাহ সময়ের মাঝে পুরাতন খোয়াই নদী পুরোটাই দখল মুক্ত করা সম্ভব হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ নানা শ্রেণী-পেশার প্রায় ৬শ’ পরিবার এবং প্রতিষ্ঠান পুরাতন খোয়াই দখল করে রেখেছে। এরই মধ্যে এদের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। যাদের লিজ দেওয়া হয়েছে, এগুলো বাতিল করা হবে।

সর্বশেষ ২৪ খবর