আর গান গাইবেন না রুনা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

আর গান গাইবেন না রুনা

বিনোদন ডেস্ক : ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এন্ড্রু কিশোর। চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় খরচ চালাতে পারছে না শিল্পীর পরিবার। তাঁর সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের পর সিঙ্গাপুরপ্রবাসীরাও এন্ড্রু কিশোরকে সহায়তা করার জন্য একটি কনসার্টের উদ্যোগ নেন। ৯ ফেব্রুয়ারি হতে যাওয়া সেই কনসার্টে গাওয়ার কথা ছিল দেশের দুই কিংবদন্তি—রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের। দুজনের সম্মতি নিয়ে এই আয়োজকরা তারিখ চূড়ান্ত করেন। কিন্তু রুনা লায়লা হঠাৎ করেই জানিয়েছেন, তিনি এই কনসার্টে অংশ নিতে পারবেন না।

এ প্রসঙ্গে জানার জন্য রুনাকে কল করা হলেও তিনি ধরেননি। তবে এর আগে একটি অনলাইন পোর্টালকে তিনি বলেছিলেন, ‘সিঙ্গাপুরের একটা কনসার্টের ব্যাপারে ওখানকার আয়োজকদের সঙ্গে আমার কথা হয়েছিল। তবে ফোনে নয়, মেসেজে। আমি জানিয়েছি, ব্যক্তিগত কিছু কারণে কনসার্টটিতে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এন্ড্রু কিশোরের জন্য আমি যা পেরেছি সহযোগিতা করেছি। ওটা আমি আমার তরফ থেকে আলাদাভাবে দিয়েছি।’ রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন গাইবেন বলে ঘোষণা দিয়ে বেশ কিছু টিকিটও বিক্রি করেছেন বলে জানান আয়োজকরা। তাঁরা আরো জানান, রুনা না গাইলেও নির্দিষ্ট দিনেই কনসার্টটি হবে। গাইবেন সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জনপ্রিয় শিল্পী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর