হবিগঞ্জে সংঘর্ষে যুবক খুন : আহত ১০

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

হবিগঞ্জে সংঘর্ষে যুবক খুন : আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে দু’পরে মধ্যে সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মোড়াকরি এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত হাকিম মিয়া (২৬) ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় পরে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু’পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাকিম মিয়াসহ অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান তিনি।

সর্বশেষ ২৪ খবর