ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি প্রতিবেশী দেশটিকে এই প্রস্তাব দেন।
পাকিস্তানি প্রধানমন্ত্রী এমন সময় এই প্রস্তাব দিলেন যখন নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় দুটি ভারতীয় জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। একজন পাইলটকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে।
ইমরান খান বলেছেন, ‘পুলওয়ামাতে যা ঘটেছে তারপর আমরা ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। পুলওয়ামাতে নিহতদের স্বজনদের যন্ত্রণা আমি অনুভব করতে পারি। আমি হাসপাতালে সহিংসতার শিকার লোকদের দেখতে গিয়েছিলাম এবং তাদের যন্ত্রণা দেখেছি। যারা আহত হয়েছে তাদের অনুভূতি আমি বুঝি।’
ভারতকে সহযোগিতা করার প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ভিত্তিতে আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। আমাদের ভূমি সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হবে তাতে পাকিস্তানের স্বার্থ নেই। এ নিয়ে কোনো বিতর্ক নেই।’
ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে বলছি আমরা জবাব দিতে বাধ্য থাকব। কারণ, কোনো স্বাধীন দেশই তার স্বার্বভৌমত্বের লঙ্ঘন বরদাশত করবে না।’
যুদ্ধ কোনো সমাধান নয় উল্লেখ করে ইমরান খান বলেন, ‘সব যুদ্ধের হিসেবেই ভুল ছিল এবং কেউ জানতো না কোথায় গিয়ে এর শেষ হবে। প্রথম বিশ্বযুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল কিন্তু শেষ হয়েছে ছয় বছরে। একইভাবে যুক্তরাষ্ট্র কখনো ধারনা করেনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ১৭ বছর ধরে চলবে।’
পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভারতের কাছে জানতে চাই, আপনাদের কাছে যে অস্ত্র আছে আর আমাদের কাছে যে অস্ত্র আছে তাতে কি আমরা এ ধরণের ভুল হিসাবের দায় নিতে পারব? যদি এটি বাড়তেই থাকে তাহলে এসব আমার কিংবা মোদির- কারোরই নিয়ন্ত্রণে থাকবে না।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech