পাকিস্তানের সাথে উত্তেজনা বাড়াতে চায় না দিল্ল : সুষমা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পাকিস্তানের সাথে উত্তেজনা বাড়াতে চায় না দিল্ল : সুষমা

ডেস্ক প্রতিবেদন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ইসলামাবাদের সাথে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি করতে চায় না নয়াদিল্লী। চীনে ১৬তম ত্রিদেশীয় রাশিয়া-ভারত-চীনের বা আরআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বুধবার সুষমা স্বরাজ এই মন্তব্য করেন।

বুধবার চীন সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। চীনের উহেনে অনুষ্ঠিত ১৬তম ত্রিদেশীয় রাশিয়া-ভারত-চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রথমেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সুষমা। এদিন তার বক্তব্যের প্রায় পুরোটাতেই ছিল পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ। পাশাপাশি কাশ্মিরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর ওপর হওয়া আত্মঘাতী হামলার বিষয়েও চীনকে অবগত করেন তিনি।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে লাইন অব কন্ট্রোল বা এলওসি লঙ্ঘন করে পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, পাকিস্তান পুলওয়ামা হামলার জন্য ‘দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা’ নিতে না পারায় ভারতীয় বাহিনী পাকিস্তানে হামলা করেছে।

বৈঠকে সুষমা স্বরাজ বলেন,‘জইশ-ই-মোহাম্মদ বা জেইএম ভারতের বিভিন্ন জায়গায় আরও ‘হামলা চালানোর পরিকল্পনা করছে’ এমন বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ায় আগেভাগেই তা ঠেকাতে হামলা চালানো হয়েছে। বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।’

ভারত ‘সংযত আচরণ’ করছে দাবি করে সুষমা স্বরাজ বলেন,‘পাকিস্তানের সাথে উত্তেজনাকর পরিস্থিতির আর অবনতি চায় না ভারত।’

উল্লেখ্য, মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে খাইবার পাখতুনখোয়া বালাকোটে হামলার দাবি করেছে ভারত। দেশটি দাবি করে যে, এই হামলা চালানোর সময় প্রায় এক হাজার কেজি বোমা ফেলা হয়। ভারত আরো দাবি করে যে, বিমান বাহিনীর এই অভিযান সফল হয়েছে এবং কমপক্ষে ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে।

অবশ্য ভারতের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পাকিস্তানের হামলা চালানো ও হতাহতের বিষয়ে ভারতের দাবিকে সন্দেহজনক বলে উল্লেখ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর