হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রীসহ ৭ জনের মৃত্যু

ডেস্ক প্রতিবেদন
বুধবার (২৭ ফেব্রুয়ারি) এক হেলিকপ্টার দুর্ঘটনায় নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাত জন নিহত হয়েছেন।

বিকালে নেপালের তাপলেজুং জেলার পাথিভারার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

নিহত অন্যান্যদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট, এক পর্যটন উদ্যোক্তা, মন্ত্রীর নিরাপত্তা রক্ষী, নেপালি প্রধানমন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী ও অপর একজন রয়েছেন বলে জানা গেছে।

নেপালের স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার রাইয়ের দেওয়া তথ্যানুযায়ী, এয়ার ডাইন্যাস্টির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরাথুমের চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে যাচ্ছিলেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর