বিএনপি নেতা সালাহউদ্দিনকে নির্দোষ ঘোষণা করেছেন ভারতের আদালত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

বিএনপি নেতা সালাহউদ্দিনকে নির্দোষ ঘোষণা করেছেন ভারতের আদালত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নির্দোষ বলে রায় দিয়েছেন ভারতের একটি আদালত। দেশটির মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি আদালত আজ শুক্রবার এই রায় ঘোষণা করেন।

ভারতে অনুপ্রবেশের অভিযোগে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিলংয়ের আদালতে মামলা চলছিল। আজ সেই মামলার রায় হলো।

রায় ঘোষণার পর এই মামলায় সালাহউদ্দিনের পক্ষের আইনজীবী এস পি মহন্ত টেলিফোনে গণমাধ্যমকে বলেন, তাঁর মক্কেল নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই রায়ের মাধ্যমে তিনি বেকসুর খালাস পেলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর এই মামলার রায় ঘোষণা করা হলো।

চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। এরপর কয়েক দফায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়।

সালাহউদ্দিন আদালতে বলেছিলেন, ২০১৫ সালে মার্চে তাঁকে ঢাকার উত্তরার বাসা থেকে অপহরণ করা হয়। এর প্রায় দুই মাস পর কে বা কারা তাঁকে শিলংয়ে ফেলে যায়।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। এরপর প্রশাসনের চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে আসেন। ২০০১ সালে তিনি কক্সবাজার থেকে সাংসদ নির্বাচিত হন। বিএনপি ক্ষমতায় এলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হন। ভারতে যখন তিনি আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতে আটক অবস্থায় বিএনপির ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর