ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে নেই পাবলিক টয়লেট, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও টিবউবওলের ব্যবস্থা। দীর্ঘদিন পৌরশহরের উত্তর বাজারের কসাই খানার সামনে ১টি ও দক্ষিণ বাজারের গুরুত্বপূর্ণ মাছের বাজারে ১টি টয়লেট নির্মাণ করা হলেও এখনও তা ব্যবহার উপযোগী হয়নি। ফলে যত্রতত্র মলমূত্র ত্যাগে
নোংরা পরিবেশ ও দুর্গন্ধের সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।
শুধুমাত্র পাবলিক টয়লেটের অভাবে মলমূত্র ত্যাগের অন্যতম স্থান হিসেবে উপজেলা পরিষদ কোর্ট মসজিদের ইমামের বাসার পাশ, পৌরশহরের সতং রোডের পাশে ড্রেনের ফাঁকা জায়গা, থানা রোডের ফাঁকা জায়গা, পোস্ট অফিসের পাশে ড্রেনের ফাঁকা জায়গা, ডাকবাংলো রোডের পাশে মরা খোয়াই নদী, রানীগাঁও রোডের মরা খোয়াই নদী, দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালের টয়লেট, হাসপাতাল গেইটের ফাঁকা জায়গাসহ পৌরশহরের ফাঁকা রাস্তা ও বিভিন্ন স্থান বেছে নিয়েছেন স্থানীয় জনগণ ও রাস্তায় চলাচলকারী পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট পৌরসভা সদর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছেন। এ এলাকায় গড়ে উঠেছে বড় বড় বিপনি বিতান, হোটেল, রেস্টুরেন্ট, এনজিও, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানসহ অসংখ্য দোকান পাট। পৌর সদরে প্রতিনিয়তই লক্ষাধিক মানুষের আনাগোনা, এমন গুরুত্বপূর্ণ স্থানে কোন পাবলিক টয়লেট না থাকার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়া ময়লা আবর্জনা ফেলার জন্য নেই কোন ডাস্টবিন। নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। চুনারুঘাট ফরেস্ট অফিস ও পোস্ট অফিসের পাশে খোলা জায়গায় মলত্যাগ করার ফলে বাড়ছে পরিবেশ দূষণ ও জনভোগান্তি।
অন্যদিকে পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় চরম বিপাকে পড়তে হয় নারীদেরও। পাবলিক টয়লেট না থাকার সমস্যা থেকে মুক্তি পেতে ও পথে-ঘাটে সাধারণ মানুষের বিড়ম্বনা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এমনকি ময়লা আবর্জনাগুলোও ফেলা হচ্ছে যত্রতত্র। যার ফলে পৌরসভা সদরের সিএনজি স্ট্যান্ডগুলি, পথচারী ও সিএনজি চালকদের মলমূত্র ত্যাগে ভাগারে পরিণত হয়েছে।
উপজেলা পোস্ট মাস্টার এস.এম মিজান জানান, পাবলিক টয়লেট ও ডাস্টবিন না থাকায় লোকজন অফিসের সামনে এসে প্রস্রাব-পায়খানা করে ময়লা ফেলে। এ অবস্থায় আমরা অফিস করি অনেক কষ্ট করে। অনেক সময় পোস্ট অফিসের দরজা-জানালা বন্ধ করে অফিস করতে হয়। দুর্গন্ধের কারণে মানুষ প্রয়োজন ছাড়া পোস্ট অফিসে আসতে চান না।
উত্তর বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, ১ টা টয়লেট থাকলেও নোংরা পরিবেশ থাকায় উত্তর বাজারের ব্যবসায়ীরা মহাবিপাকে পড়তে হচ্ছে। এ টয়লেটে একবার গেলে আরেক বার যাওয়ার ইচ্ছা হবে না। এই টয়লেট কর্তৃপক্ষ উত্তর বাজারে সকল ব্যবসায়ী হতে প্রতি মাসে ১শত টাকা করে নেন টয়লেট ও হাত-মুখ ধোয়ার জন্য। কিন্তু নেই কোন পরিষ্কার-পরিছন্নতা। প্রতিনিয়তই কসাই খানায় অসাস্থ্য নোংরা পরিবেশে পশু জবাই করা হয়ে থাকে। জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য এখানেই পরে থাকে। পরিষ্কারের অভাবে সেখানে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসায়ীরা দুর্গন্ধময় পরিবেশে এখানে ব্যবসা করতে হয়। এ ছাড়া চুনারুঘাট পৌরসভা সদরে অবস্থিত বাজারেও কোন টয়লেট ও ডাস্টবিনের ব্যবস্থা নেই।
চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু জানান, চুনারুঘাট পৌরশহরে যে পাবলিক টয়লেট ছিল তা ব্যবহারের অনুপযোগী, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রæত সময়ের মধ্যে পুরাতন পাবলিক টয়লেট মেরামত করে ব্যবহারের উপযোগী করবো, পাশা পাশি নতুন পাবলিক টয়লেট নির্মাণের ব্যবস্থা করে এ সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech