ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ডিমের বিষক্রিয়ায় একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন, পুরাইখলা গ্রামে সুনীল দেবনাথ (৫৫), তার স্ত্রী মায়া দেব নাথ (৫০), ছেলে সুকুমার দেব নাথ (২৩), শংকর দেব নাথ (২০) ও মিঠুন দেব নাথ (১৫)।
স্থানীয় সংবাদ সূত্র জানায়, পুরাইখলা গ্রামের সুনীল দেবনাথ দুপুরে বাজারের একটি দোকান থেকে ডিম এনে দিলে স্ত্রী মায়া রাণী ওই ডিম রান্না করেন। পরে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে। খাওয়ার কিছুণ পরেই সবাই বমি করতে শুরু করেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম সোহাগ জানান, খাবারের মধ্যে বিষক্রিয়া থাকায় তারা অসুস্থ হয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech