মাধবপুরে পিকআপ উল্টে নিহত ১, আহত ৮

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান উল্টে ডালিম মিয়া(২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। নিহত ডালিম মিয়া (৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের বাসিন্দা।

রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বাকসাইর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, চানপুর বাগান থেকে পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে মাধবপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বাকসাইর নামক স্থানে পৌঁছলে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে ডালিম মিয়াসহ ৯ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডালিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন- রাশেদ (২৫), ফুল বাদশা (৩২), আতাউর রহমান (৫৬), কাউছার মিয়া (৩০), আজু মিয়া (৬০), সালাউদ্দিন (৩৫), মোহন মিয়া (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২৪ খবর