ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
এবার সিলেট বোর্ডে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে ১০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশের বেশী। এসএসসিতে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে এটি রেকর্ড সংখ্যক আবেদন বলে জানিয়েছে সিলেট শিক্ষাবোর্ড।
২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে গত ৬ মে। প্রকাশিত ফলাফলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় দিয়েছে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন এবং উত্তীর্ণ হয়েছে ৮০ হাজার ১৬২ জন।
এছাড়া দেশের বাকি বোর্ডগুলোতেও এবার আবেদনের সংখ্যা অন্যান্যবারের চেয়ে বেশী বলে জানা গেছে।
জানা গেছে, সিলেট বোর্ডে খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদনকারীদের বেশিরভাই করেছে গণিত বিষয়ে।
পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা আবেদনকারীরা ফল জানতে পারবে আগামী ২ জুনের মধ্যে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech