সিলেটে আগুনে পুড়িয়ে মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

সিলেটে আগুনে পুড়িয়ে মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদন
বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করেছে সিলেট মহানগর পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মহানগর হাকিম ১ম আদালতের বিচারক জিয়াদুর রহমানের উপস্থিতিতে এ মাদক ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে এই মাদক আদালতের মালখানায় সংরক্ষিত ছিল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, সংরক্ষিত মাদকগুলোর মধ্য থেকে মামলার আলামত রেখে অবশিষ্ট মাদক পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৭১ বোতল ফেনসিডিল, ১৮ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৮৭ পিস ইয়াবা ও প্রায় ১৪ কেজি গাঁজা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর