ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ৩ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার খড়কী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ককটেল নিপে ও বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- আন্দিউড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম কানু ও তার ভাই বিএনপি নেতা হামিদ খান এবং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মন্নান। গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ রাজনৈতিক কারণে ককটেল নাটক সাজিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ বিচারিক ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech