ইছামতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

ইছামতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

গত শনিবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী ইছামতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অত্যন্ত জাকজমকভাবেই একাদশ শ্রেণির শিার্থীদের বরণ করে নিলো দ্বাদশ ও স্নাতক শ্রেণির শিার্থীরা। সেই ১৯৯৮ সালে হতেগোনা কয়েকজন শিার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল কলেজটি। এরপর হাঁটি হাঁটি পা পা করে কেটে গেছে প্রায় দীর্ঘ ২০ বছর। প্রতিবছরের ন্যায় এবারো কলেজটি বেশ জমকালোভাবে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী শফিকুল হক তাপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন ইছামতি কলেজের দাতা সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সেলিমুল হক চৌধুরী, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের প্রধান মাজেদ আহমদ চঞ্চল, গভর্নিংবডির সদস্য অ্যাডভোকেট সিরাজুল হক, ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, বিশিষ্ট সমাজসেবী শাহজাহান চৌধুরী প্রমুখ।

পুরো অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে নবীনদেরকে বরণ এবং দ্বিতীয়পর্ব সাজানো হয়েছে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। মারজানা আক্তারের কোরান তেলাওয়াত ও মায়ামতি বিশ্বাসের গীতাপাঠের মাধ্যমেই অনুষ্ঠানের মূলকার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে সঞ্চালনের দায়িত্ব পালন করেন তাহলিয়া আক্তার তাপাদার ও হুমায়রা জান্নাত চৌধুরী। দ্বিতীয় পর্বে সঞ্চালনের দায়িত্ব পালন করেন মহসিন মিয়া ও মিনহাজ আহমেদ।

দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প থেকে নবীনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন হালিমা আক্তার চৌধুরী, মাম্পি চক্রবর্তী, মিনহাজ আহমদ ও মামুনুর রশিদ প্রমুখ। নবীনদের উদ্দেশ্যে আরও বক্তৃতা রাখেন ইছামতি কলেজের সাবেক ছাত্র মো. মোস্তফা উদ্দিন, সাবেক ছাত্র ও মিডিয়াকর্মী হোসাইন আহমদ সুজ্জাদ প্রমুখ। শুভেচ্ছা বক্তৃতায় অধ্য জালাল আহমেদ কলেজ প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমানপর্যন্ত প্রত্যেকের অবদানই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অদূর ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন। লুৎফুরে রহমান স্কুল এন্ড কলেজের প্রধান মাজেদ আহমদ চঞ্চল নবাগত শিার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নৈতিক চরিত্রও গঠন করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এই কলেজের বাংলা বিষয়ের খণ্ডকালীন প্রভাষক লিপি সরকার ও তার দল। সাংস্কৃতিক পর্বে গানের পর পরই ছিল সবচেয়ে আকর্ষণীয় রম্যনাটক। কলেজের বাংলা বিষয়ের প্রভাষক কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার মুনশি আলিম’র নির্দেশনায় ‘পেচগি’ নামক একটি রম্যনাটক মঞ্চস্থ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর