ভারত থেকে দেশে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

ভারত থেকে দেশে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি

ডেস্ক প্রতিবেদন: করোনার সংক্রমণ রোধে ভারতজুড়ে চলা লকডাউনের মধ্যে দেশটিতে আটকে পড়া আরও ৫১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

বিশেষ ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া এই বাংলাদেশিরা দেশে ফেরেন।

গত ৫ দিনে ২৮৪ জন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। আরও বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে এ পর্যন্ত ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে।

ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ভারত থেকে আসা বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ৫১ জন বাংলাদেশির ফেরত আসার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর