ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন, বারহাল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক (৩৫), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুরহান উদ্দিন (২৭) ও পৌর বিএনপির সমর্থক আতিকুর রহমান (৪৫)।
শনিবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রোববার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জকিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মুমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ কোন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রয়েছে। আমরা মামলার আসামীদের গ্রেফতারে অভিযান করছি। তবে মামলাগুলো রাজনৈতকি কি না সে ব্যাপারে কোন বক্তব্য দেন নি তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech