ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত শাহবাগের প্রবাসীদের প্রতিষ্ঠিত সংগঠন ‘শাহবাগ প্রবাসী ট্রাস্ট’ এর উদ্যোগে শাহবাগের দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে প্রায় দেড় লক্ষাধিক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এ উপলক্ষে নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এলাকার মুরব্বী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মাহফুজ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও সিলেট ‘ল’ কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
তিনি বলেন, প্রবাসীদের এ দান নিঃসন্দেহে প্রশংসনীয়, তারা দেশের ও এলাকার মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। এজন্য তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
অন্ষ্ঠুানে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সিপার আহমদ।
অন্ষ্ঠুানে সামগ্রীক ব্যবস্থাপনা করেন প্রবাসী ট্রাস্টের সদস্য স্পেন প্রবাসী খাইরুল আলম, কোরিয়া প্রবাসী রেজাউল হক রাজু, যুক্তরাজ্য প্রবাসী সিপার আহমদ, দুবাই প্রবাসী শামছুল ইসলাম নসিম ও প্রতিনিধি খাইরুল ইসলাম।
উপস্থিত ছিলেন – এলাকার বিশিষ্ট মুরব্বী মুক্তিযোদ্ধা ফজলুল হক আবুল, হিফজুর রাহমান, খছরুল হক মেম্বার।
উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন- হারুনুর রশিদ খান, জামাল উদ্দিন, শিমুল আহমদ, সাঈদ আহমদ, নাজমুল হোসেন, শাহবাগ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মশিউল করিম চৌধুরী, বারহাল ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাহজাহান চৌধুরী, নোমান আহমদ, জাকারিয়া আলম, রিয়াজুল হক, সাইফ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech