ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিড়ালকে বাঁচাতে গিয়ে স্ত্রীকে হারিয়েছেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম হীরা।
শুক্রবার সন্ধ্যায় কানাইঘাটের সড়কের বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি স্ত্রীকে হারান।
স্থানীয়রা জানান, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম হীরা শুক্রবার সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি পলাশপুরে ফিরছিলেন। কানাইঘাটের সড়কের বাজার নামক স্থানে আসার পর হঠাৎ একটি বিড়াল মোটরসাইকেলের সামনে পড়ে যায়। বিড়ালকে বাঁচাতে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করতেই তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। পরে তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বাদ আসর পলাশপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালীন সময়ে তিনি দুই ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech