জকিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

জকিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

জকিগঞ্জ সংবাদদাতা
জকিগঞ্জ থেকে ৫৭৩ পিস ইয়াবাসহ এনাম উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২০ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জের কাদিপুর এলাকা থেকে তাকে আটক করে।

আটক যুবক কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ ৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আটক এনামকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর