জকিগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ : কিশোর গ্রেফতার

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯

জকিগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ : কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন :::
জকিগঞ্জে ৪ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে আহমদ আল ফাহিম (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফাহিমদ জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এমাদের পুত্র।
জকিগঞ্জ থানার ওসি মীর মো.আব্দুন নাসের জানিয়েছেন, গ্রেফতারকৃত কিশোর সোমবার বিকেলে মানিকপুর গ্রামের ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে, এমন অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর