ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: জকিগঞ্জে পৃথক অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত ৩জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান- মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে উপজেলার ভরন সুলতানপুর এলাকার মোকাম মসজিদের সামনে থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলো- উপজেলার সুলতানপুর গ্রামের মৃত তকদ্দছ আলীর ছেলে শফিক আহমদ (৩৫) ও একই উপজেলার নানোগ্রাম গ্রামের মৃত জহির আলীর ছেলে ইয়াহিয়া আহমদ (১৯)। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই মিজানুর রহমান সরকারের নেতৃত্বে সোনাসার বাজার পয়েন্টে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়। সে সোনাসার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
দুটি অভিযানে আটককৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech