ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩
কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ব্রিটেনের প্রাচীনতম ‘সাউন্ডেক ক্যারম ক্লাব ইউকের ২৫তম ক্লাব’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪মার্চ) সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব ভবণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পোপলার ক্যারম একাডেমির প্রতিষ্ঠাতা মুমিনুর রহমান চৌধুরী লিজু।
সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহমান খান সুজার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারম্যান ও তাক্বওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের সেক্রেটারি শাহীন আহমদ।
এসময় ক্লাবের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শাফি আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ক্লাবের সভাপতি আব্দুর রহমান খান সুজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৭ সালে মাত্র ৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল ব্রিটেনে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সক্রিয় ভুমিকা রেখেছেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজা। আজ এই ক্লাব সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং সাহায্য সহযোগিতার জন্য।
ক্লাবের সকল কার্যক্রম সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি আব্দুর রহমান খান সুজার ভূয়সী প্রসংসা করেন। সাউন্ডেক ক্যারম ক্লাব আছে বলেই ক্যারম খেলা আছে। আগামীতেও এই ক্লাবটি তাদের আয়োজনের অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech