ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেট’র ১২তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
রোববার রাতে নগরের একটি হোটেলে এই সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে সভাপতি পদে দেশটিভির বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম শামীম (বাংলাভিশন), সহ-সভাপতি লিটন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শ্যামনন্দ দাশ (এসএটিভি), কোষাধ্যক্ষ মারুফ আহমদ (এনটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক সুবর্ণা হামিদ (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য- আজিজ আহমদ সেলিম (বিটিভি), নৌসাদ আহমদ (সময় টিভি) ও হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ)।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক জামিল, এসসিএস’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জুনেল আহমদ ও ইমজা’র সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।
কাউন্সিলের পূর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইমজা’র সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না। সাধারণ সদস্যদের আলোচনার পর এই দুটি প্রতিবেদন পাশ করে সাধারণ সভা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech