ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সিলেটে ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অফ হসপিটালিটির ভর্তি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টায় নগরের সুবিদবাজারস্থ খান প্যালেসে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানটির সিইও কুলসুম হুসিন, প্রিন্সিপাল অ্যাসোসিয়েট ও ঢাকা শাখায় প্রিন্সিপাল ব্রিটিশ নাগরিক অ্যান্ড্র–পেনিংটন ।
উন্নতমানের হসপিটালিটি শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিখ্যাত ব্রিটিশ হসপিটালিটি স্কুল ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অফ হসপিটালিটি ঢাকা ব্রাঞ্চে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে সিলেটে এটি তাদের ২য় ভর্তি ইভেন্ট।
ইভেন্টে জানানো হয়- ওয়েলকাম স্কিলস ডিপ্লোমা ইন মাল্টি স্কিলড হসপিটালিটি, প্রফেশনাল কুকারি ও কাস্টমার সার্ভিস। এ ছাড়াও তারা তাদের পাঠসূচিতে পেশাজীবীদের জন্য নানা ধরণের এপ্রেন্টিসশীপ ও শর্ট কোর্স রেখেছে। ২০০৩ সালে শুরু হয়ে ওয়েলকাম স্কিলস ইতিমধ্যে যুক্তরাজ্যের হসপিটালিটি শিল্পে একটি সুপরিচিত নাম। বাংলাদেশে উন্নতমানের হসপিটালিটি শিক্ষা দিয়ে তারা দেশের হোটেল, রেস্টুরেন্টগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চায়। তাদের ঢাকা অফিস রাজধানীর ৬৩ প্রগতি সরণী, বারিধারায়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech